ফখরুলের বাসার আরও ৩ জন করোনা আক্রান্ত, স্ত্রী ‘নেগেটিভ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর স্ত্রী রাহাত আরা করোনা ‘নেগেটিভ’ হয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ শুক্রবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যার পর মির্জা ফখরুলের স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। তবে ওই বাসায় কাজ করছেন এমন তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।

সন্ধ্যার দিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ পাঁচ চিকিৎসক মির্জা ফখরুলকে দেখতে যান। তাঁরা প্রায় পাঁচ ঘণ্টা মহাসচিবের পাশে থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলেও জানান শায়রুল কবির খান।

রফিকুল ইসলামের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, মহাসচিব ‘ভালো আছেন’। তাঁর তেমন কোনো জটিলতা দেখা দেয়নি। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসক প্রতিনিধি দলের মধ্যে আরও ছিলেন জাহিদুল কবির, তৌহিদুর রহমান, সাইফুল আলম, সাখাওয়াত রাজিব ও মুনতাসীর হাসান নামের মেডিকেলের এক শিক্ষার্থী।

সম্প্রতি মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা অসুস্থ হলে করোনা পরীক্ষা করান। ১০ জানুয়ারি পরীক্ষায় তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। পরদিন মির্জা ফখরুলও জানতে পারেন, তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Comment

betvisa