প্রতারণার মামলায় হেলেনাসহ ৫ জনের বিচার শুরু

রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। 

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন চার্জ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেন আদালত। চার্জ গঠনের মধ্যে দিয়ে এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

অপর চার জন হলেন- আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নুরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।

গত বছরের ২১ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হেলেনাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এর আগে জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন গত বছরের ২ আগস্ট প্রতারণার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন।

Leave a Comment

betvisa