প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত ১ হাজার কেজি আম ঈদুল আজহার দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
পাকিস্তানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ধন্যবাদের সাথে গৃহীত হয়।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে আম পাঠান শেখ হাসিনা।