মুন্সীগঞ্জ জেলার মাওয়ার কাছে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহজালালের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ২০ যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেলে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে।
এতে ফেরিতে থাকা ৩৩টি গাড়ির একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই ফেরি ওপর পড়ে যান। এদের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যানটিন।
ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
তিনি বলেন, ভাগ্যক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতেও পারতো।