পথশিশুদের বিশ্বকাপে অংশ নিতে কাতার যাচ্ছে কিশোরী ফুটবল দল

পথশিশুদের নিয়ে আয়োজিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে কাতারে যাচ্ছে ঢাকার ১০ কিশোরী। আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের রাজধানী দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত রোববার কেএফসির গুলশান শাখায় জার্সি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিশোরীরা এত দিন শুধু কাগজের বল দিয়ে ফুটবল খেলত। এখন তারা স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ট্রান্সকম ফুডস লিমিটেড এ দলের অন্যতম পৃষ্ঠপোষক।

জার্সি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা, হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিনসহ আরও অনেকে। এ সময় অমিত দেব থাপা বলেন, ‘সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই গর্বিত। কেএফসি তাদের জন্য আরও এমন সুযোগ করে দিতে চায়, যা দেশের জন্য গৌরব বয়ে আনবে। ভবিষ্যতে তাদের জন্য আরও অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

 

Leave a Comment

betvisa