নিখোঁজ যুবকের লাশ খুঁজতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবরির মৃত্যু

দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ যুবকের লাশ খুঁজতে গিয়ে নিহত হয়েছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের এক সদস্য। নিহত ডুবরি সদস্যের নাম আব্দুল মতিন (৪২)।তিনি রংপুর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর ডুবরি সদস্য।
ঘটনাটি ঘটেছে, আজ শনিবার সকাল সোয়া ৯ টায় দিনাজপুর সদরের নশিপুর এলাকায় ঢেপা নদীতে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ডুবরি দলের সদস্য আব্দুল মতিনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান,ঘটনাটি মূলত কাহারোল উপজেলার। নিখোঁজ যুবকের লাশ খুঁজতে খুঁজতে সদর এলাকার ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। সকাল ৮ টা থেকে ডুবরি দলের সদস্যরা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারে নামে। সকাল ৯ টায় ডুবরি দলের সদস্য আব্দুল মতিন নদীতে দীর্ঘক্ষণ ডুবে থাকায় দলের অন্য সদস্যরা তাকে নদীর তলদেশে খুঁটিতে আটকা অবস্থায় আবিষ্কার করে। পরে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান, ডুবরি দলের সদস্য নিহতের ঘটনা তিনি কিছুই জানেন না। তবে কান্তজিউ বিগ্রহ যাত্রাকালীন শুক্রবার দুপুরে কাহারোল উপজেলার ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীতে সুমন দেব শর্মা নামে এক যুবক নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসী জানান,সুমন দেব শর্মা কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউপির সুলতানপুর ভেন্ডাবাড়ি গ্রামের বিনয় দেব শর্মার ছেলে।

Leave a Comment

betvisa