ধর্মপাশায় ঢলের পানিতে তলিয়ে গেছে কয়রানী হাওরের ৩০ হেক্টরের ধান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে কয়রানী হাওরের ৩০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীর পানি বেড়ে হাওরে ঢুকে এই ফসলডুবির ঘটনা ঘটেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়রানী হাওরে ৩০ হেক্টর বোরো জমি আছে। গত সোমবার রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বেড়ে গিয়ে সোমেশ্বরী নদীর পাড় উপচে পড়ে। এতে নদীর দক্ষিণ পাশে থাকা কয়রানী হাওরে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢলের পানি ঢুকতে শুরু করে। বেলা তিনটা পর্যন্ত হাওরের ৩০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে।

উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের কৃষক বাবুল মিয়া (৩৫) বলেন, ‘ঢলের পানি নদীর ফার দিয়া উপচাইয়া আমরার কয়রানী আওরে (হাওর) ঢুইক্যা আমরার জমির আধাফাকনা ধান হানিত তল অইয়া গেছে। আমার মতন অনেকেরেই এই সর্বনাশ অইছে। অহন আমরা হারা বছর খাইবাম কিতা?’উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নদীর তীর উপচে কয়রানী হাওরে ঢুকে ৩০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Comment