দুর্ভোগ নিয়ে পায়ে হেঁটেই রাজধানীতে ফিরছে মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ (২৪ জুলাই)। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ নিয়ে পায়ে হেঁটেই রাজধানীতে ফিরছে মানুষ।

শনিবার (২৪ জুলাই) রাজধানীর প্রবেশমুখ গাবতলী ও আমিন বাজারে দেখা গেছে এমন চিত্র।

চাকরি বাঁচাতে দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। মোটরসাইকেল, রিকশা কিংবা পায়ে হেঁটে ঢাকায় ফিরছে তারা। দুর্ভোগের মধ্যেও নগরীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

তবে ঢাকায় প্রবেশ করতে চেকপোস্টের বাধা অতিক্রম করতে হচ্ছে। জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়িকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সবগুলো গাড়ি চেক করা হচ্ছে।

যারা অতিপ্রয়োজনে ঢাকায় ফিরছেন তাদের ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে। তবে প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। যারা অহেতুক বাসা থেকে বের হয়েছেন তাদের আটক করা হচ্ছে।

Leave a Comment

betvisa