দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন ধানুশ

পরিচালক মিথরান জওহরের পরিচালনায় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ধানুশ। দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করবেন তারা। কিছুদিন আগে জানা যায়, ‘ডি৪৪’ নামের এই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নিথিয়া মেনন, প্রিয়া ভবানি, হংসিকা মোতওয়ানি।

এবার জানা গেল— এই তিন নায়িকা নন, এতে ধানুশের সঙ্গে রোমান্স করবেন প্রিয়া ভবানি ও রাশি খান্না। গালতে ডটকমকে একটি সূত্র বলেন, ‘এই দুই নায়িকার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন নির্মাতা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এতে চুক্তিবদ্ধ হননি তারা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা।

এর আগে টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন ধানুশ। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। এর সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। তবে এখনো শুটিংয়ের বিষয়ে কিছু জানা যায়নি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগেম তান্ডিরাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী।

ধানুশের পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এরই মধ্যে হিন্দি ভাষার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

কিছুদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ধানুশ। সেখানে হলিউডের ‘দ্য গ্রে ম্যান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। এছাড়াও আরো বেশ কটি সিনেমার কাজ ধানুশের হাতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *