দিনাজপুর ও মৌলভীবাজারের অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

দিনাজপুর ও মৌলভীবাজার জেলায় থাকা সব অবৈধ ইটভাটার কার্যক্রম সাত দিনের মধ্যে বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেখানে থাকা সনদবিহীন সব ইটভাটার তালিকা আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে দুই জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিবাদীকে নির্দেশ দেওয়া হয়েছে।
পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে পৃথক রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।


পরে মনজিল মোরসেদ বলেন, ওই দুই জেলায় থাকা লাইসেন্সহীন সব ইটভাটার কার্যক্রম সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।রুলে দিনাজপুর ও মৌলভীবাজার জেলায় লাইসেন্সহীন পরিচালিত সব ইটভাটা বন্ধে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পৃথক রিটে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ২ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৬ জনকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

Leave a Comment

betvisa