রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক পেল নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি হয়েছেন শিরীন আখতার। একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে তিনি এক মাসের বেশি সময় ধরে বিকেবির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।
সোনালী ব্যাংকের ডিএমডি মো. আবদুল মান্নান পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকের এমডি হয়েছেন।
আর পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হয়েছেন খন্দকার আতাউর রহমান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান জাতীয় বেতনকাঠামো অনুযায়ী তাঁরা মাসে ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন পাবেন।