ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কে সংস্কার কাজ চলমান থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার (১৮ জুলাই) দিবাগত রাত থেকেই এই যানজট।

স্থানীয় সূত্র জানায়, ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপে ফলে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলমান থাকায় সেখানে সৃষ্টি হওয়া যানজট গিয়ে ঠেকেছে টাঙ্গাইলে। এতে ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালক-হেলপার ও যাত্রীরা।

অপরদিকে, গতকাল শনিবার (১৭ জুলাই) ভোরে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমে গাড়ি আটকা থাকায় দুই বার টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে ভোর থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।

Leave a Comment

betvisa