ট্রেনে কাটা পড়া তরুণের পকেটে মিলল চিরকুট

নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে রেলগেট এলাকায় নাজমুল হোসেন (২৫) নামের এক তরুণ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের বাসিন্দা। রেলওয়ে পুলিশ জানায়, তাঁর পকেটে নাম–ঠিকানা লেখা একটা চিরকুট পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে পুলিশের কনস্টেবল আনিছুর রহমান বলেন, নিহত তরুণের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। শার্টের পকেটে থাকা চিরকুটে পরিচয় লেখা ছিল। সেটা দেখে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা রওনা হয়েছেন।

নাটোর রেলস্টেশন সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকা অতিক্রম করার পর রেললাইনের ওপরে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্টেশনে থাকা লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি এনে রেললাইনের পাশে রাখেন। পরে রেল পুলিশ লাশটি তাদের হেফাজতে নেয়।

ওই তরুণ কীভাবে রেলের নিচে চাপা পড়েছেন, তা জানা যায়নি বলে জানিয়েছেন নাটোরের স্টেশনমাস্টার কামরুন্নাহার।

তিনি বলেন, রেল লাইনের ওপর লাশটি দেখামাত্র সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি রেললাইনের পাশে রাখেন। বর্তমানে রেল পুলিশের হেফাজতে রয়েছে লাশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *