টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতলো চীন

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতেছে চীনের ২১ বছর বয়সী শুটার  কিয়ান ইয়াং।  নারীদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় রাশিয়ার আনাস্টাসিয়া গলাশিনাকে পেছনে ফেলে প্রথম হন তিনি।আসাকা শুটিং রেঞ্জে রেকর্ড  ২৫১.৮ স্কোর গড়েন কিয়ান। তৃতীয়স্থান অর্জন করেন  সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন।  তিনি পেয়েছেন ব্রোঞ্জ পদক।  

মহামারীর কারণে এবার বিজয়ীদের  পদক তুলে দিতে পারছেন না কোনো সম্মানিত ব্যক্তিবর্গ। তাই বিজয়ীরা নিজেরাই নিজেদের পদক তুলে নিচ্ছেন ডায়াসের সামনে রাখা ট্রে থেকে। নিজে গলাতেও পড়ে নিচ্ছেন এবং ফুলের তোড়াও তুলে নিচ্ছেন নিজ হাতে। 

এছাড়াও একটি ব্রোঞ্জসহ একই দিনে  মোট চার পদক জয়ের রেকর্ড গড়েছে  গড়েছে চীন ।সমান একটি করে স্বর্ণ ও রৌপ্য জিতে মোট ২টি পদক নিজেদের করে রাখতে পেরেছে স্বাগতিক জাপান। এছাড়াও একটি করে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরান, কসভো এবং থাইল্যান্ড। স্বর্ণ না জিতলেও দুটি করে পদক জিতে প্রথম দিনটিকে স্মরণীয় করে রেখেছে রোমানিয়া এবং সার্বিয়া।

Leave a Comment

betvisa