ঘূর্ণিঝড় ইআশ এর প্রভাবে প্লাবিত শতাধিক গ্রাম

আজ ২৬ শে মে বুধবার ঘূর্ণিঝড় ইয়াশ এর প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এতে ক্ষতিগ্রস্থ হয়েছে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালীসহ বেশ কয়েকটি গ্রাম।
ঘূর্ণিঝড় ইয়াস এর জন্যে সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে পিরোজপুর সহ আশেপাশের সব গ্রামের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।কিছু কিছু জায়গায় ঘরবাড়ী তলিয়ে গেছে। তবে মঠবাড়িয়ার মাঝের চর, বড় মাছুয়া, সাপলেজা, ভান্ডারিয়ার তেলীখালী ইউনিয়নের অধিকাংশ এলাকাই প্লাবিত হয়েছে।

পিরোজপুরের বন্যা কন্ট্রোল রুম হতে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার মাঝের চরে গতকাল মঙ্গলবার দুপুরে একটি বেড়িবাধ ভেঙ্গে যায় এতে পানি প্রবল স্রোতে এ প্রবেশ করে।তারা জানায়,ওই বাঁধটির কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল।সময়মতো বাঁধটি ঠিক না করায় গ্রামবাসী এখন আতঙ্কের মধ্যে রয়েছে।

এইবারের ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক পরিবার।ঘূর্ণিঝড় মোকাবেলায় ওই জেলার ৫৩ টি ইউনিয়ন এ ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে সরকার থেকে।

Leave a Comment

betvisa