কোরবানীর হাটে দুম্বা উঠবে

দিনাজপুরের এবারই প্রথম কোরবানীর হাটে বিক্রি হবে মরুভূমির প্রাণি “দুম্বা“। জেলার বোচাগঞ্জ উপজেলার জহুরা অটো রাইস মিলের মালিক মোঃ আব্দুল হান্নান শখের বশে ২০১৯ সালে ভারতের রাজস্থান থেকে ছয়টি দুম্বা এনেছিলেন।


তিনি অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে ও পরম যত্নে লাল পালন করছিলেন মরুভূমির প্রাণি দুম্বাগুলোকে। গত ২ বছরে তার খামারে এখন দুম্বার সংখ্যা পঞ্চাশটি। রামদাস পাড়ায় দুম্বাদের জন্য একটি খামার তিনি গড়ে তুলেছেন। দুম্বার খামার দেখার জন্য আসছে দুর-দুরান্ত থেকে মানুষ।

এবারই প্রথম কোরবানীর হাটে বেচা-কেনার জন্য দুম্বা আনা হয়েছে। খামারী আব্দুল হান্নান আশা করছেন আগ্রহীরা দুম্বা কোরবানীর জন্য ক্রয় করবেন। একটি দুম্বা ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকায় বিক্রি হবে বলে তিনি আশাবাদী।

দুম্বার খাদ্য হিসেবে নেপিয়ার ঘাসের পাশাপাশি বিভিন্ন গো-খাদ্য দেওয়া হয়। পঞ্চাশটি দুম্বা দেখাশোনার জন্য রয়েছে কয়েকজন কর্মী। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন।

Leave a Comment

betvisa