মালির বিশেষ বাহিনী আর্মড ফোর্সেসের কর্মকর্তারা সশস্ত্র অবস্থায় কারাগারে গিয়ে তাঁদের একজন কমান্ডারকে মুক্ত করে এনেছেন। ওই কমান্ডারের নাম ওমর শামাকে। মালির সন্ত্রাসবিরোধী পুলিশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। খবর বিবিসির।
কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনার সময় কারারক্ষীরা বাধা দেননি। আবার কোনো গণমাধ্যম বলছে, অশান্তি এড়াতে তাঁর মুক্তির আদেশ দেয় সরকার।
গত বছরের জুলাই মাসে সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ রয়েছে ওমর শামাকের বিরুদ্ধে। মালির অন্তর্বর্তী সরকার টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে সেনা কর্মকর্তাদের ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
মালিয়ান অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটস বলেছে, এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং এটি আইনের শাসনের ওপর বড় আক্রমণ।