আজ (রবিবার) সকালে হঠাৎ করেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। বন্দরে সেনাবাহিনীর ফোনকলের এক বার্তায় ঘোষণা আসে যে , দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা রয়েছে। সাথে সাথেই বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।
কিন্তু এই সর্তকতার ঘোষণার আগেই সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফেলে । ৮টা ৪০ মিনিটে সেটি আবার ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিকে আলাদা করে রেখে তল্লাশি চালায় বোমা স্কোয়াড সদস্যরা।
গোয়েন্দারা পরে তদন্ত করে জানায় যে, ঐ ফোনটি উড়োকল ছিল। তারপরও কড়া নজরদারি চালানো হচ্ছে বিমানবন্দরজুড়ে। জারি করা হয়েছে সতর্কতা। বিমানবন্দর এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে৷ সাধারণ যাত্রীদের মধ্যেও যে আতঙ্ক ছড়িয়েছে তা কমানোর চেষ্টা করে কর্তৃপক্ষ।