কঠোর লকডাউন বাড়বে কি-না সিদ্ধান্ত আজ

দেশে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। রোববার(১১ জুলাই) দেশে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জন নতুন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩০ জনের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। কঠোর বিধিনিষেধ দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। মানুষের চলাচল সেইভাবে নিয়ন্ত্রণ করা যায়নি।

এদিকে কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ জুলাই। সামনে রয়েছে কোরবানির ঈদ। এমতাবস্থায় কঠোর লকডাউন আরও বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন এখন মুখে মুখে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রোববার জানান, সোমবার রাতে এ সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে অনুযায়ী ১৩ জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

দেশের করোনা সংক্রমণ রোধে আরও ১ সপ্তাহ চলমান ‘কঠোর বিধিনিষেধ’ বাড়ানো হতে পারে বলেও এসময় ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা ও কোরবানির হাট- এ দুটোই নিয়ন্ত্রণ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এসব পরিস্থিতি সুনিয়ন্ত্রিতভাবে মোকাবিলা করতে চায় সরকার।

Leave a Comment

betvisa