এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন হবে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বেলা দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সার্বিক বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি এতে উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।