এন্টি ডাই ইউরেটিক হরমোনের কাজ

আমাদের পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত একটি হরমোন হলো এন্টি ডাই ইউরেটিক হরমোন।একে ভ্যাসোপ্রেসিন নামেও ডাকা হয়।আজ আমরা এই হরমোনের কাজ সম্পর্কে জানব।

এন্টি ডাই ইউরেটিক হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হলেও এটি তৈরি হয় হাইপোথ্যালামাসে।এটি মূলত একটি পলিপেপটাইড হরমোন যা নয়টি এমিনো এসিড দিয়ে তৈরি।
হরমোনটির কাজগুলো হলোঃ
*এটি বৃক্ককোষে পানির পুনঃশোষণ করে।এতে করে মূত্র ঘন হয়।এবং এর মাধ্যমে আমাদের দেহে পানি এবং ইলেক্ট্রোলাইটের সাম্য রক্ষা হয়।
*এটি বৃক্ক কোষের সংগ্রাহী নালিকায় ইউরিয়ার ভেদ্যতা বাড়ায়।
*এটি ভেসোকন্সট্রিকশন করে।ফলে রক্তচাপ বৃদ্ধি পায়।
*যকৃতে গ্লাইকোজেন ভাঙ্গনে এটি সহায়তা করে।
*অগ্র পিটুইটারি থেকে এড্রেনোকর্টিকোট্রপিক হরমোন নিঃসরণ বাড়ায়।
*অন্ত্র,মূত্রথলি,মূত্রনালির পেশির সংকোচনে এই হরমোন কাজ করে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment

betvisa