এমন আশ্চর্যকর ঘটনা ঘটেছে ইসরাইলে;যেখানে এক বছর বয়সী দুই যমজ শিশুর জোড়া মাথা অপারেশন এর মাধ্যমে আলাদা করা হয় তাও দুই বছর পর।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি থেকে জানা যায়, জমজ শিশু দুটি ২০২০ সালের আগস্ট মাসে জন্ম নেয় জোড়া মাথা নিয়ে এবং একবছর পর তাদের জোড়া মাথা আলাদা করা হলো।ইসরাইলে এ ধরনের ঘটনা প্রথমবার ঘটলো
।সারা বিশ্বে এ ধরনের বিশটি ঘটনা ঘটেছে এ পর্যন্ত।বিবিসি জানাচ্ছে,অস্ত্রোপচারের পর বাচ্চা দুটি সুস্থ আছে বলে জানা গেছে।জন্মের পর কখনো দুইজন দুইজনকে দেখতে পায়নি।অপারেশন এর পর প্রথমবারের মতো তারা একে অপরকে দেখতে পাচ্ছে।
ইসরাইলের বীরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে গত সপ্তাহে ১২ ঘণ্টা ধরে অপারেশন করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়।অস্ত্রোপচারের অংশগ্রহণকারী চিকিৎসকরা জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার।সেই লক্ষ্যে এ কাজে অংশ নেওয়ার আগে মাসব্যাপী প্রস্তুতি নেন চিকিৎসকরা।
বিবিসি জানায়, দেশি-বিদেশি ১২ জন চিকিৎসা বিশেষজ্ঞ এ অস্ত্রোপচার সম্পন্ন করেন।সোরোকা মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন জানান,অস্ত্রোপচারের পর দুই কন্যা শিশু ভাল আছে।সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন জানা,তারা যা প্রত্যাশা করেছিলেন তা পূরণ হওয়ায় তাতে অত্যন্ত আনন্দিত। চিকিৎসকরা প্রত্যাশা করেন দ্রুত যমজ শিশু দুটি পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।