ইভ্যালি’সহ ১০টি ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো আলাদিনের প্রদীপ, কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস ডট কম বিডি ও ধামাকা শপিং।

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকটি।

এদিকে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে অনলাইন কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দেয় তারা।
নির্দেশনায় বলা হয় ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ ও সিরাজগঞ্জ শপিং এই পাঁচ সাইটে গিয়ে কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না।

দুই ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, সতর্কতার অংশ হিসেবে ব্যাংকের গ্রাহকদের এসব অনলাইনে কেনাকাটায় নিরুৎসাহিত করা হচ্ছে। এটি সাময়িক।

Leave a Comment

betvisa