ইন্দ্রজালের কল্লোল

কলকলে বয়ে চলা
অন্ধকার নদীর তীরে
নিশ্চুপ বসে থেকে
আমি শুনতে চাই,
স্রোতের কথোপকথন।

এলোমেলো বাতাসও সঙ্গী হোক,
কানে কানে বলে যাক
না বলা শত কথার সারাংশ।
আমি মুগ্ধ শ্রোতা হয়ে শুনে যাবো,
আর সহাস্য মুখে প্রশ্রয় দিবো
ওদের অভিযুক্ত সংলাপে।

নকশাকাটা তারায় ভরা রাতে,
সর্বশান্ত ধূসর মেঘের
দীর্ঘনিশ্বাসকে পাশ কাটিয়ে
উঁকি দিবে একফালি চাঁদ।

শান্ত শশীর স্নিগ্ধ আলোয়
গোটা ধরণীতে বিরাজ করবে
এক নৈসর্গিক নীরবতা।
যে নীরবতায় কোনো ছন্দ নেই,
নেই কোনো তান।
আছে শুধু ইন্দ্রজালের কল্লোল।

মনে পড়ে নতুন করে সেদিনের কথা,
দু’চোখ রাঙ্গিয়েছিলাম যেদিন
কষ্টের কালো কাজলে,
নৈরাশ্যের রাজপথে দেখেছিলাম
তিক্ত হতাশার বিরুদ্ধে
অতৃপ্ত আত্মার আন্দোলন।

বিষাদের অস্তিমিত সূর্য
থেমে ছিল; অস্ত যেতে পারছিলো না।
অস্তাচলের সড়ক রোধ করে ছিল
অদৃশ্য অতৃপ্ত আত্মারা।
আমি এখনো ভুলিনি
বিষ্ময়মাখা সেই দিনটির কথা।
এখনো ভুলিনি!

Writer: Mahazabin Sharmin Priya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *