আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র রায় ওরফে সাদ্দাম (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে খবর পা্ওয়া গেছে।

বুধবার সকালে সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সুবল চন্দ্র উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।

সীমান্তের একাধিক সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, তালুক দুলালী সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের ৮নম্বর সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান সুবল চন্দ্র ওরফে সাদ্দামসহ কয়েকজন গরু পারাপারকারি।

গরু নিয়ে বুধবার সকালে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে এলেও ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র রায়।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানেই মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুপুর ২টার কিছু পরে পুলিশ সদস্যরা মরদেহ নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত সুবল চন্দ্র রায় ওরফে সাদ্দামের বাবা পেলকু চন্দ্র বর্মনের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার অন্যদের সাথে আমার ছেলে সাদ্দামও গরু আনতে ভারতে গিয়েছিল। অন্যরা ফিরে এলে সাদ্দাম বিএসএফ’র গুলিতে মারা গেছে বলে তারা তাকে জানিয়েছে।

তিনি জানান, নিহত সাদ্দামের এক স্ত্রী ও ৫ বছরের এক মেয়ে রয়েছে।

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুবল চন্দ্র ওরফে সাদ্দাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সীমান্তে একজনের মৃত্যুর খবর বিভিন্নভাবে আমরাও শুনতে পেরেছি। তবে এ ব্যাপারে বর্ডার গার্ড (বিজিবি) কিংবা নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, বুধবার রাত ৩টার দিকে আমাদের লোকজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হলেও বিএসএফ’র পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Comment

betvisa