অসহায় মানুষের গল্প

অসহায় মানুষ গুলো জীবনে গল্প গুলো পৃথিবীর সব মানুষের থেকে কষ্ট দায়োক হয়ে থাকে! যাদের আহা মোরি কেউ থাকে না। তারা সব জাগায় অসহায়, তাদের এক এক দিন যায় অনাহারে দুংখে কষ্ট। তাদের কেউ ভালোবাসা থাকে না। অসহায় মানুষ সমাজের কাছে পরিবারের কাছে রাষ্টের কাছে সকলে কাছে মুল্যহীন। অসহায় মানুষ দু মুঠো ভাতে জন্য মানুষের কাছে হাত পাতে একটু বেচে থাকার জন্য কতো যে কষ্ট করে শুধু তারা জানে।

অসহায়তা মানুষ বিভিন্ন ভাবে অনুভাব করে যে তারা অসহায় কিন্তুু সেটা সে কাউকে বলতে পারে না হয় তো মনে সাথে একা যুদ্ধ করে একাই শেষ হয়! আরার কেউ পুরো পৃথিবীর কাছে অসহায় তার আগে পিছনে কেউ নাই একটু সুখে রাখবে তাকে, একটু ভালো রাখার কেউ থাকে না। অসহায় মানুষকে এমন ভাবে দুবল করে যা তাদের মানসিক ও শারিরীক ভাবে ভেঙ্গে দেয়। অসহায় মানুষকে এক মানসিক রোগিতে পরিনিত করে দেয়, একটা সময় হয় তো পাগলাগারে স্থান হয় কারো আবার কারো স্হান হয় রাস্তায় মায়লার পাশে আবার কারো স্হান হয় করবে! এমন একটা পরিনিতি হয় অসহায়দের !

অসহায় মানুষদের নিয়ে ভাবার কেউ নেই এই সমাজে সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত। তাদের অসহায় টা তাদের জীবনে সব ভালো থাকা টা নষ্ট করে দেয়। সবার কাছে তারা ছোট হয়ে জীবন যাপন করে। তাদের মৌলিক অধিকার বলতে কিছু থাকে না, তাদের সাহায্য করতে কেন জানি এই সমাজের কেউ এগিয়ে আসে না! সুখের ভাগ নেওয়ার অনেকে থাকে দুংখ কষ্টর ভাগ নেওয়া কেউ থাকে না। অসহায় মানুষকে একটু সাহায্য করলে তাদের জীবনে হয় তো হতাশা থেকে বেরিয়ে আসতো।

Reporter: Farjana Akter

Leave a Comment

betvisa