Unemployed যুবকদের মাঝে BCS Cadre হওয়ার আকাঙ্ক্ষা বিশেষ কারণে তীব্রতম।
১০০টা চাকরীর মধ্যে বড়জোর ৫টা সরকারী চাকরি। তবুও “আমার সোনার হরিণ চাই।”
যদিও “সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়,
যায়না তারে বাঁধা,
সে যে নাগাল পেলে পালায় ফেলে লাগায় চোখে ধাঁধা।
আমি ছূটবো পিছে মিছে মিছে নাই বা নাহি পাই।
আমার সোনার হরিণ চাই।”
তা সত্ত্বেও মৃগ নাভির পিছনে ছুটার দুরন্ত নেশার কমতি নেই।
বাকী 95% job তাদের কাছে অস্পৃশ্য! অথচ, সারা দুনিয়ায় Corporate কাজ করার জন্যও যুব সমাজ মুখিয়ে থাকে।
আর Corporate ‘এ চাকরি হলেও কাজ শেখার আগে Promotion জন্যও আমরা অস্থির হয়ে উঠি। Promotion মানে টাকা, সমাজে একটু উপরে উঠা। কেউ কেউ একটা ভুল বুঝে থাকেন যে Promotion হলে কাজ কমে যায়। আসলে Promotion হলে কাজ কমে না, বরং কাজ ও অনেক দায়িত্ব ও কর্তব্য বেড়ে যায়।
মালিক Promotion দেয় তখনই যখন দেখে যে আপনি তাঁকে Profit এনে দিতে পারবেন। একা কাজ করার সময় প্রমাণ করতে হবে যে আপনি কোম্পানির একটা Asset বা সম্পদ। সেই বিশ্বাস অর্জন করতে পারলে Company আপনাকে কিছু মানুষের দায়িত্ব দিবে যাতে আপনি ৫-১০-১৫-২০ জনের Profit একত্র করে এনে দিতে পারেন। কর্পোরেটে Profit ‘র বাইরে কোন কথা নাই। তৈল মর্দন একটা জঘন্য বদখাসলত। এর পরিণাম ইতিহাসে ভালো লেখা নাই কোথাও।
কাজটা ভালো করে শিখে নেন। আপনার Team Leader ‘র Stress কমায়ে দেন। টীমের মধ্যে Positive প্রভাব আনেন। সব রকম Criticism, গীবত থেকে দূরে থাকেন এবং ঠাণ্ডা মাথায় সব উড়ায়ে দেন।
Profit আনা শেখেন। প্রথমতঃ Revenue বাড়ানো এবং Cost কমানো শেখেন।
কিছু Soft Skills শিখতে হবে। Selling Skills, Time Management, Leadership, Supervisory Management, Emotional Intelligence, Trouble Shooting, Problem Solving, Grievance Management ইত্যাদি।
মনে রাখবেন “মুচি হওয়াতে কোন অপরাধ নেই, অপরাধ আছে মুচি হয়ে খারাপ জুতা বানানোতে।”
কাজ শেখেন, কঠোর পরিশ্রম করা শুরু করেন। বসের খারাপ আচরণ হলেও তা উপেক্ষা করেন। যদি যোগ্য হন তাহলে এখনই Toxic পরিবেশ থেকে বের হওয়ার জন্যও চাকরি খোঁজা শুরু করেন। যদি যোগ্যতায় ঘাটতি থাকে তাহলে একটু সময় নিয়ে দাঁতে দাঁত চেপে সবর করেন।
Skill গুলো শেখেন, চাকরি খোঁজেন এবং সুযোগ পেলেই কেউ পায়ে ধরলেও আর থাকবেন না। Resignation দিয়ে কফির পেয়ালায় চুমুক দেন।
চাকরীতে ঢুঁকেই কম বেতনের জন্যও হাহাকার করবেন না। এটাও আপনার জন্যও একটা পরীক্ষা। এইটুকু টাকা দিয়ে আপনি সৎভাবে কিভাবে আপনার প্রয়োজন মেটাবেন তা শিখে নেন। একটা Territory বা Desk’র দায়িত্তে থাকলে সেই কাজটুকু নিখুঁতভাবে শেখেন।
এটার মধ্য দিয়ে Management আপনাকে পরীক্ষা করছে যে আপনি Financial Management কত নিখুঁত ভাবে করতে পারেন আর একটা নিদিষ্ট কাজ কত সুন্দর ভাবে করতে পারেন। এখানে পাশ করলেই আপনার Promotion কেউ আটকাতে পারবে না।
সুতরা BCS বা Top Ten Company ‘তে চাকরি না পেলেও যেখানে যা পান তাই নিয়ে শুরু করেন। বেকার নাম ঘুচলে বাজারে আপনার চাহিদা তৈরি হলে অনেকেই আপনাকে নেওয়ার জন্যও পিছনে পিছনে ঘুরবে। সময় সুযোগ মতো, পছন্দ মতো প্রতিষ্ঠানে যোগ দেন।
তবুও BCS বা Dream Job ‘র জন্যও বসে বসে দুর্লভ জীবনের অমূল্য সময় নষ্ট করবেন না।