সদ্যজাত শিশুতে দেখা দেয়া একটি রোগ হলো কার্নিকটেরাস।এটি মূলত একটি বিরল স্নায়বিক অবস্থা যেখানে তীব্র জন্ডিস থাকে।জন্ডিস থাকায় এ রোগে শিশুর ত্বক হলুদ দেখা যায়।
অধিক পরিমাণে বিলিরুবিন বেড়ে গেলে কার্নিকটেরাস হয়।সিরাম বিলিরুবিন এর পরিমাণ ১৮ মিলিগ্রাম/ডেসিলিটার এর চেয়ে বেড়ে রোগটি দেখা দেয়।এক্ষেত্রে মস্তিষ্কে আনকনজুগেটেড বিলিরুবিন জমা হয়।ফলে মস্তিষ্কের ক্ষতি হয়।
সাধারণত জন্মের প্রথম সপ্তাহেই কার্নিকটেরাস দেখা দিতে পারে।তবে তৃতীয় সপ্তাহ পর্যন্ত এটি থাকতে পারে।
কার্নিকটেরাস রোগের বৈশিষ্ট্য হলো-
*অতিরিক্ত জন্ডিস
*মানসিক দুর্বলতা
*বধিরতা
*অধিক ঘুম হওয়া
*অধিক কান্না
এই রোগটি হলে স্থায়ীভাবে শিশুর মস্তিষ্ক ড্যামেজ হতে পারে।শিশু শ্রবণক্ষমতা হারাতে পারে।এমনি বিষয়টি বেশি গুরুতর হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
এই রোগের চিকিৎসা দুই রকমের হয়।লাইট থেরাপি দিয়ে চিকিৎসা দেয়া যেতে পারে আবার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন এর মাধ্যমে করা যেতে পারে।
রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।তাই সদ্যজাত শিশুর মধ্যে জন্ডিস দেখা দিলে অতিদ্রুত তার চিকিৎসা করানো জরুরী।তাহলে তা গুরুতর রূপ নিতে পারবে না এবং কার্নিকটেরাস ও হবেনা।
©দীপা সিকদার জ্যোতি