বিভিন্ন অবস্থায় বা রোগে আমাদের রক্তচাপ বেড়ে যায়।কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের রক্তচাপ ঠিক থাকে।এই রক্তচাপ কে স্বাভাবিক রাখার জন্য অনেকগুলো প্রক্রিয়া কাজ করে।আজ সেই প্রকিয়াগুলো জেনে নেওয়া যাক।
রক্তচাপ ঠিক রাখতে মূলত দুই ধরনের রেগুলেশন আছে-
1.Short term regulation
2.Long term regulation
Short term regulation আবার দুই ধরনের-
1.Nervous regulation
2.Hormonal regulation
Nervous regulation এর মধ্যে আছে-
*ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম
*কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম
*কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ইশচেমিক সাড়াদান
Hormonal regulation এর মধ্যে আছে-
*রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিকটর মেকানিজম
*ক্যাপিলারি ফ্লুইড শিফ্ট মেকানিজম
*স্ট্রেস রিলাক্সেশন অব দ্য ভাসকুলেচার
Long term regulation এর মধ্যে আছে-
1.Renal blood volume pressure control mechanism
2.Renin angeotensin aldosterone mechanism
3.ADH mechanism
4.Thirst mechanism
5.ANF mechanism
এই প্রক্রিয়াগুলো কাজ করার ফলে আমাদের রক্তচাপ স্বাভাবিক থাকে।বিভিন্ন অসামঞ্জস্য সৃষ্টি হলে প্রক্রিয়াগুলো তাদের কাজের মাধ্যমে রক্তচাপকে আবার স্বাভাবিক করে দেয়।এরা কাজ করতে ব্যর্থ হলে তখন আমাদের রক্তচাপ বাড়ে বা কমে এবং তখন আমরা অসুস্থ বোধ করি।
©দীপা সিকদার জ্যোতি