যে কোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে দিনাজপুরের ঘোড়াঘাট ডাকবাংলো

দিনাজপুরের ঘোড়াঘাট ডাকবাংলোটির এতই বেহাল দশা যে, চোখে না দেখলে অনুমান করা যাবে না। যে কোন মুহুর্তে ধ্বসে পড়ে জান ও মালের বিশাল ক্ষতি হতে পারে।

বৃটিশ আমলে চুন সুড়কীর গাথুনি ও ছাঁদ ঢালাই করে নির্মান করা হলেও দীর্ঘ প্রায় ৭৫/৮০ বছর পরে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে কিছু সংস্কার কাজ করা হয়েছে শুধু রং চুন ফাটল বন্ধ করার জন্য।

প্রায় প্রতিটি উপজেলায় ডাকবাংলোর জন্য নতুন ভবন নির্মান করা হলেও ঘোড়াঘাট অজও অবহেলিত। দিনাজপুর জেলা পরিষদের অধিনে থাকলেও ঘোড়াঘাটে বরাদ্দ হয়নি কোন নতুন ভবন।

উন্নয়নমুখী সরকারের কাছে অত্র এলাকার গন মানুষের দাবী, অচিরেই দিনাজপুরের ঘোড়াঘাট সরকারী ডাকবাংলোটি ভেঙ্গে একটি নতুন আধুনিক ভবন নির্মান করার জন্য জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

Leave a Comment