আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয়।খুব গুরুতর ক্ষত না হলে নিজে থেকেই রক্ত জমাট বাঁধে।তবে এমন একটি রোগ আছে যে রোগে রক্ত সহজে জমাট বাঁধেনা।জমাট বাঁধতে অনেক সময় নেয়।এই রোগের নাম হিমোফিলিয়া।
হিমোফিলিয়া একটি সেক্স লিংকড ডিসঅর্ডার।এর দুটি ধরণ রয়েছে-
*হিমোফিলিয়া A বা ক্লাসিক বা সত্য হিমোফিলিয়া
*হিমোফিলিয়া B বা Christmas disease.
রক্ত জমাট বাঁধার ৮ নম্বর ফ্যাক্টর এর অভাবে হিমোফিলিয়া A এবং ৯ নম্বর ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া B হয়।
আগেই বলেছি,হিমোফিলিয়া একটি সেক্স লিংকড ডিসঅর্ডার।নারীরা এর বাহক এবং পুরুষেরা রোগী হয়ে থাকে।
এই রোগের লক্ষণগুলো হলো-
*দীর্ঘস্থায়ী রক্তপাত
*টিস্যু থেকে রক্তপাত
*মুখ,নাক থেকে রক্তপাত
*জিহ্বা থেকে রক্তপাত
এই রোগের চিকিৎসার ক্ষেত্রে বলা যায়, হিমোফিলিয়া A এর ক্ষেত্রে রক্তে ৮ নম্বর ফ্যাক্টর প্রদান আর হিমোফিলিয়া B এর ক্ষেত্রে রক্তে ৯ নম্বর ফ্যাক্টর প্রদান করা হয়।
©দীপা সিকদার জ্যোতি