ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে ম্যাচে অ-খেলোয়াড়সুলভ আচরণের কারণে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে স্টাম্প লাথি দিয়ে ভাঙেন সাকিব। এরপর আবারও স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন তিনি। এছাড়াও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বিবাদে জড়ান সাকিব।
এমন আচরণের জন্য এবার সাকিবকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি মোর্শেদুল আলমের কাছে আম্পায়াররা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে সাকিবকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে ডিপিএলের অষ্টম, নবম, দশম ও একাদশ রাউন্ডে তাই খেলতে পারবেন না তিনি।