আমাদের মস্তিষ্কের একটি অংশ হলো সেরেব্রাম।দেখা,শোনাসহ বিভিন্ন কাজে এই অংশ সাহায্য করে।আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এটি।
অগ্রমস্তিষ্কের অন্তর্ভুক্ত সেরেব্রাম।এতে রয়েছে তিনটি প্রান্ত।
*ফ্রন্টাল প্রান্ত
*অক্সিপিটাল প্রান্ত
*টেমপোরাল প্রান্ত
তিনটি সার্ফেস
*সুপারোল্যাটেরাল সার্ফেস
*মিডিয়াল সার্ফেস
*ইনফেরিয়র সার্ফেস
তিনটি বর্ডার
*সুপারো মিডিয়াল
*ইনফারো মিডিয়াল
*ইনফারো ল্যাটেরাল
মস্তিষ্কে কিছু উঁচু নিচু জায়গা থাকে।উঁচু জায়গাগুলোকে বলে জাইরাস আর নিচু জায়গাকে বলে সালকাস।সেরেব্রামের সালকাসের মধ্যে রয়েছে-
-সেন্ট্রাল সালকাস
-ল্যাটেরাল সালকাস
-প্যারাইটো অক্সিপিটাল সালকাস
-ক্যালক্যারাইন সালকাস
সেরেব্রামে মোট পাঁচ ধরনের কোষ থাকে।সেগুলো হলো-
*পিরামিডাল কোষ
*স্টেলেট কোষ
*ফিউজিফর্ম কোষ
*হরিজনটাল সেল অব কাজ্ল
*সেলস অব মালটিনোটি
পুরো সেরেব্রামটি দুই ভাগে বিভক্ত।এর ডান অংশ মানুষের বামদিক এবং বাম অংশ মানুষের ডান দিক নিয়ন্ত্রণ করে।তাই বামদিক বেশি কার্যকর হলে মানুষ ডানহাতি আর ডান দিক বেশি কার্যকর হলে মানুষ বামহাতি হয়ে থাকে।
সেরেব্রাম খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।এখানে কোনো সমস্যা হলে আমাদের দেখা,শোনার মত গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে।
©দীপা সিকদার জ্যোতি