সমস্ত কোলাহলকে ছুটি জানিয়ে
ব্যস্ত শহর সহস্র ক্লান্তি নিয়ে
পাড়ি জমিয়েছে ঘুমরাজ্যে।
কেউ জেগে নেই,
নেই কোনো বাগ্মিতা;
আছে শুধু মুখরিত ঝিঁঝিঁর
রাতজাগা মৃদুধ্বনি।
মিষ্টি সমীরণ আলগোছে
ভয়ে ভয়ে গুটিসুটি মেরে
পাতাগুলো ছুঁয়ে দিয়ে যায়।
রেখে যায়-
না বলা কিছু স্মৃতি।
রুপোলি চাঁদের নরম আলোয়
স্নিগ্ধ প্রকৃতিতে কৌমুদী
পড়ছে ঝরে ঝরে।
জ্যোৎস্না পিয়াসু মন
চকিতে জ্যোৎস্না পিয়ে
পরিতৃপ্ততার ঢেকুর তুলে।
নিভৃতে পিচঢালা রাস্তায়
সোডিয়াম আলোর সাথে
গাছের পাতারা সই পাতিয়েছে।
সবুজাভ বর্ণ সেই আলোর
সাথে মিতালি গড়ে
হয়ে উঠেছে নিকষ কালো।
গন্ধরাজ ফুটে গোটা রাতকে
জানান দিয়েছে সুগন্ধ ছড়িয়ে।
সফেদ ফুলের মন মাতানো
সুঘ্রাণ আর উপর থেকে
ঝরে পড়ার জ্যোৎস্না,
রাতের সৌন্দর্য যেন
বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আর আমি নিশাচরের মতো
জেগে জেগে তারই
সৌন্দর্য অবলোকন করছি।
কি মায়াময়! কি অদ্ভুত!
কতই না সৌন্দর্যের বাড়াবাড়ি।
__||একটি যামিনী
লেখা: মেহেজাবীন শারমিন প্রিয়া