আমাদের শরীরে প্রতিনিয়ত রক্তের চলাচল হচ্ছে।পা থেকে মাথা পর্যন্ত সবখানেই রক্তের যাতায়াত।আমরা জানি যে কোথাও কেটে গেলে রক্ত বের হওয়ার পর রক্ত জমাট বেঁধে যায়।এখন স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে শরীরের ভেতরে অবস্থানকালে আমাদের রক্ত জমাট বাঁধেনা কেন?আজকে আমরা এই প্রশ্নের উত্তর জানব।
আমাদের রক্তের মধ্যেই কেটে গেলে রক্ত জমাট বাঁধার মত অনেক উপাদান আছে।এসবের কার্যক্রমে কেটে কোথাও কেটে গিয়ে রক্তপাত হলে রক্ত দ্রুত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়।রক্ত জমাট বাঁধানোর মত উপাদান যেমন আমাদের রক্তে আছে, তেমন রক্তকে জমাট বাঁধা থেকে মুক্ত রাখার উপাদানও আমাদের রক্তেই আছে।এই উপাদানগুলোকে বলা হয় এন্টিকোয়াগুলেন্টস বা রক্ত জমাট প্রতিরোধের উপাদান।এগুলো হলো-
*হেপারিন
*এন্টিথ্রোম্বিন ৩
*প্রোটিন সি
*প্রোটিন এস
*ফাইব্রিন
*হেপারিন সালফেট
*থ্রোম্বোমোডিউলিন
*প্রোস্টাসাইক্লিন
*আলফা ২ ম্যাক্রোগ্লোবিউলিন
এই উপাদানগুলো মূলত রক্তের মধ্যে মুক্ত ক্যালসিয়াম আয়নের পরিমাণ কমায়।যার ফলে শরীরে চলাচলকালে রক্ত জমাট বাঁধেনা।কারণ মুক্ত ক্যালসিয়াম আয়ন কিন্তু রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটি উপাদান।
আমাদের বেঁচে থাকার জন্য শরীরে যথেষ্ট রক্ত এবং সেই রক্তের সঠিক সঞ্চালন প্রয়োজন।হঠাৎ হঠাৎ শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গেলে তা আমাদের জন্য হুমকিস্বরূপ।তাই বলা যায়,আমাদের বেঁচে থাকার জন্য এন্টিকোয়াগুলেন্টস অনেক বড় ভূমিকা পালন করছে।
©দীপা সিকদার জ্যোতি