ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে বুদ্ধদেবের স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।।করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল ৷ এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার মত পরিস্থিতি তৈরি হয়নি।
বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয়। তাই বুদ্ধদেব বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। পরে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন সিপিএম নেতারা।
যদিও তাকে বাড়িতে রেখে চিকিৎসাসেবা চাইছেন না সিপিএম নেতারা। কারণ তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী। কিন্তু বুদ্ধদেব নিজেই হাসপাতালে ভর্তি হতে ইচ্ছুক নন। গত কয়েকদিন ধরে তাদের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১৮ মে) সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।