বিভিন্ন সময়ে আমাদের নিজের দেহের রক্ত আমাদের জন্য যথেষ্ট হয়না।তখন অন্য কারো কাছ থেকে রক্ত নেয়ার প্রয়োজন পড়ে।এই অন্য কাউকে বলা হয় দাতা।তবে যেকোনো দাতার কাছ থেকেই রক্ত নেয়া ঠিক নয়।কারো থেকে রক্ত নেয়ার আগে অনেকগুলো বিষয় বিবেচনায় রাখা উচিৎ।
আমরা যখন প্রয়োজনে কারো কাছ থেকে রক্ত নেব তখন খেয়াল রাখতে হবে যে-
*দাতার স্বাস্থ্য যেন অবশ্যই ভালো হয়।
*দাতা যেন বিনামূল্য রক্ত দান করে।রক্তদানের বিনিময়ে টাকা চাইলে সেই দাতা অবশ্যই পরিত্যাজ্য।
*দাতার বয়স বিবেচনায় রাখতে হবে।তার বয়স কখনোই ১৮ বছর বয়সের কম এবং ৬৫ বছর বয়সের বেশি হওয়া যাবেনা।
*একজন দাতা বছরে সাধারণত ২-৩ বার রক্ত দিতে পারবেন।ঘন ঘন রক্ত দান ঠিক নয়।
*মহিলা এবং শিশুর থেকে রক্ত নেয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে।কারণ স্বাভাবিকভাকেই তাদের রক্ত তুলনামূলক কম থাকে।
*রক্ত নেয়ার আগে পুরুষদেহে হিমোগ্লোবিন থাকতে হবে ১৩.৫ গ্রাম/ডেসিলিটার এবং স্ত্রীদেহে থাকতে হবে ১২.৫ গ্রাম/ডেসিলিটার।
*শরীরের মোট রক্তের মাত্র ১৩% দান করা যাবে।
যাদের কাছ থেকে রক্ত নেয়া যাবেনা-
*যাদের এইডস আছে
*যাদের বয়স ১৮ এর কম এবং ৬৫ এর বেশি
*গর্ভবতী নারী কিংবা এমন মা যার শিশুর বয়স ১২ মাসের নিচে
*শেষ ৩ মাসের মধ্যে ম্যালেরিয়া কবলিত এলাকা থেকে আসা ব্যক্তি
*ড্রাগ আসক্ত ব্যক্তি
*এলার্জি থাকা ব্যক্তি
*দুর্বলতা থাকা ব্যক্তি
*নির্দিষ্ট কোনো রোগে আক্রান্ত ব্যক্তি
রক্ত আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান।অযোগ্য ব্যক্তির থেকে এই উপাদান গ্রহণ করলে তা নিজের ক্ষতির কারণ হতে পারে,আবার দাতার ক্ষতির কারণ হতে পারে।তাই কারো থেকে রক্ত গ্রহণের আগে অবশ্যই উপরের বিষয়গুলো মাথায় রাখা উচিৎ।
©দীপা সিকদার জ্যোতি