ঐ চোখ বুজে গেছে।
আর কভু খুলবে না।
দেখবে না চেয়ে তোমাকে,
করবে না গল্প আর কারো সাথে।
ঐ চোখ বুজে গেছে।
খুশিতে চিকচিক করবে না আর,
জলে টইটুম্বুর হবে না
সহস্র কষ্ট পেয়েও।
ঐ চোখ বুজে গেছে,
মেলবে না বন্ধ পাতাগুলো।
ভুল করেও আর হাসবে না সে,
কইবে না কথাও করো সাথে।
ঐ চোখ বুজে গেছে,
হারিয়ে গেছে তার শোভা।
কাজলকালো চোখে ঢেকেছে
সকল সৌন্দর্যের আভা।
ঐ চোখ বুজে গেছে,
মনি কি স্থির হয়ে গেছে?
কিছু শক্তি নাই আর অবশিষ্ট?
খোয়ালো সব অভিমান,
থেমে গেছে অভিযান।
নতুন ঠিকানার অভিযাত্রী হয়ে
চলেছে আপন গন্তব্যের পথে।
চিন্তা করো না,
আসছি আমিও
তুমি দু’দিন আগে গেলে
আমি না হয় দু’দিন পরে।
যেতেই হবে, অযুহাতের নেই ঠাঁই
মৃত্যুর স্বাদ নিতে হবে সকলকে
আর হিসেব দিতে হবে পাই পাই।
________||মৃত চোখ||________
কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া।