বাংলাদেশের অনলাইন প্লাটফর্মগুলোতে এখন নির্মিত হচ্ছে বিভিন্ন দেশীয় কনটেন্টের সিরিজ, সিনেমা, নাটক। টিভি নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজ, ওয়েব সিনেমা এসবেরও জনপ্রিয়তা বাড়ছে। মানুষ টিভিতে নাটক দেখার সময় কমার্শিয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে নাটক দেখাই কমিয়ে দিয়েছে আজকাল। সেক্ষেত্রে অনলাইন প্লাটফর্মগুলোতে মানুষের এই সমস্যার মুখোমুখি হতে হয় না।
তাই টিভি প্রোগ্রামের চেয়ে ওয়েব সিরিজ, সিনেমা এসবের উপর আগ্রহ বাড়ছে দর্শকদের। নির্মাতারাও এই সুযোগকে কাজে লাগিয়ে দর্শকদের উপহার দিচ্ছে বিভিন্ন গল্পের, কাহিনীর কনটেন্ট যা গতানুগুতিক ধারার বাইরে। এবারের ঈদেও এসেছে এরকমই কিছু ভিন্নধারার ওয়েব সিরিজ। জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে –
উবার – এই ওয়েব সিরিজটিতে অভিনেত্রী বাঁধনকে দেখা যাবে রহস্যময় এক চরিত্রে। তিনি একজন সাধারণ গৃহিণী হয়েও জড়িয়ে পড়েন এক জটিল ঘটনায়।
বিলাপ – অভিনেত্রী শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’৷ প্রযোজনা হাউজ কপ ক্রিয়েশন নির্মাণ করেছে এই সিরিজটি। সিরিজটি মূলত ডার্ক থ্রিলার ঘরানার। এই সিরিজের অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন সময়ের সেরা অভিনেত্রী রুনা খান, জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া। সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিকে।
ডার্ক রুম – সিনেম্যাটিকের আর একটি ওয়েব সিরিজ হলো ডার্ক রুম। এখানে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে আছে অভিনেত্রী তারিন ও বাঁধন।
ডার্ক সাইড অব ঢাকা – ঈদের জন্য ওয়েব সিনেমা ‘ডার্ক সাইড অব ঢাকা’তৈরি করেছে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। পাঁচটি গল্প নিয়ে নির্মিত এই ছবিতে দেখা যাবে বায়ান্ন বাজার তেপান্ন গলির নানা লীলাখেলা। লাল নীল আলোয় আলোকিত ঢাকার গাঢ় অন্ধকার অধ্যায়।
এইডা কপাল – সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির আরেকটি ওয়েব শর্ট সিনেমা হলো এইডা কপাল। মাহিয়া মাহি অভিনীত ক্রাইম ধরনার এই শর্ট ফিল্মটিও ঈদে মুক্তি পেয়েছে।
সিক্স – তানিম পারভেজ পরিচালিত সিক্স নামের আরেকটা বাংলাদেশি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ‘আড্ডা টাইমস আর ইরোজ নাও’ ওটিটি প্ল্যাটফর্মে। ছয় পর্বের তারকাবহুল এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক বাচপাই সহ আরো অনেকে।