ইতোমধ্যে বাংলাদেশে চীন থেকে ৫০ লাখ ডোজ সিনোফার্ম টিকা আনা হয়েছে। এবার চীনের উদ্ভাবিত এই টিকা দেশেই উৎপাদনের অনুমতি পেতে যাচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। আর শুধু ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন পেলে চলতি মাস থেকেই টিকা উৎপাদন শুরু করে দিবে ইনসেপ্টা। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চত করেন আজ (১৬ মে)। এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে আগামী সোমবার (১৭ মে)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক চীনা ভ্যাকসিন সিনোফার্মকে জরুরি অনুমোদন দেয়ার পরই বিশ্বজুড়ে এই ভ্যাকসিন নেয়ার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশেও এর দুইটি ডোজ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তার সঙ্গে দেশেই ভ্যাকসিন উৎপাদনের কথা বার্তাও চলতে থাকে । এ বিষয়ে মেজর জেনারেল মাহবুবুর রহমান আরো জানান, “দেশের ইনসেপ্টা, পপুলার ও হেলথ কেয়ার ফারমাসিউটিক্যালের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর চীন ও রাশিয়ার বিশেষজ্ঞরা এসে যাচাই-বাছাই করে অনুমোদন দিলে টিকা উৎপাদন শুরু হবে।”
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতায় সবচেয়ে এগিয়ে রয়েছে ইনসেপ্টা। ইনসেপ্টা ফারমাসিউটিক্যাল একাই প্রতিমাসে ৮০ লাখ টিকা উৎপাদনে সক্ষম। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা যাচাইতে কোর কমিটির ২৫ নম্বরেরর মধ্য ২১ নম্বর পেয়েছে ইনসেপ্টা। পাঁচটি পর্যায়ে এই সক্ষমতার বিচারে নম্বর দিয়েছে কমিটি।