সাত দিন বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়েছে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও । আর তার সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকের কার্যক্রমও ২৩ মে পর্যন্ত সীমিত পর্যায়ে সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আজ রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। আর নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। তার এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে । আর আগামীকাল সোমবার (১৭ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের। তবে স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর এদিকে, ঈদের পর আজ প্রথম কার্যদিবসে রাজধানীর ব্যাংকগুলোয় তেমন গ্রাহকের চাপ ছিল না। তবে কোনো কোনো গ্রাহক শুভেচ্ছা বিনিময়ে এসেছিলেন। আর ঈদে ব্যাংকারদের কর্মস্থল ত্যাগের অনুমতি না থাকায় কর্মকর্তাদের ব্যাংকে উপস্থিতি ছিল সাধারণ সময়ের মতোই।