বিদায় বেলা আর তাকিয়ো না
একটু পিছু ফিরে,
মায়াজালে আর জড়িয়ো না
চলে যাও তোমার নীড়ে।
গোপন কর অস্বস্তি যত
ভালো থাকবে খুব,
দিও না আর মিছে মায়ায়
অকারণে ডুব।
খাঁচায় বন্দি স্বপ্নগুলো
আর রেখো না ধরে,
উড়ুক তারা মুক্তভাবে
রঙ্গিন ডানা মেলে।
বাতায়নের কাঁধে মাথা রেখে
নির্বাক তাকিয়ে কেন রও?
নিয়তির লিখন না যায় খণ্ডন
জেনেও কেন কষ্ট পাও?
শিথানে রাখা মুঠোফোন জ্বালিয়ে
খোঁজো না তার অস্তিত্ব,
কষ্ট তাতে বাড়বে ভীষণ
কমবে না কিন্তু একটুও।
তিলে তিলে বোনা স্বপ্ন
ছিঁড়ে ফেল সব,
মিছে ছিল তোমার আবেগ
মূল্যহীন কলরব।
অতীত স্মৃতির দুয়ার রেখ
মস্ত তালায় রুদ্ধ,
কষ্ট হোক, খোলো না তবু
নিজেকে রাখ আবদ্ধ।
ডায়েরীর বুকে অক্ষরমেলায়
প্রাণ ফিরে পাবে অনুভূতি,
কলমের নিব বেয়ে ঝড়বে একদিন
তোমাকে পাবার আকুলতি।
কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া