ঈদ মানেই সালমানের খানের নতুন ছবি। এবারেও তার ব্যাতিক্রম হয় নি। ঈদের দিন ( ১৪ মে) মুক্তি পেল সালমান খান, রনদ্বীপ হুদা ও দিশা পাটানি অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুভি। মুভিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এটি মূলত অ্যাকশনধর্মী চলচ্চিত্র। প্রযোজনা করেছে স্বয়ং সালমান খান, তার ভাই সোহেল খান এবং অতুল অগ্নিহোত্রী। ছবির কাহিনী এক কোরিয়ান চলচ্চিত্র দি আউটলস্ ( ২০১৭) এর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে।
সারা ভারতবর্ষে সিনেমা হলে মুক্তির পাশাপাশি এটি অনলাইন প্লাটফর্ম জি5 পে পার পে ভিউ সার্ভিস জি প্লেক্স এ প্রিমিয়ার পেয়েছে। করোনা কালে যেহেতু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা অনেক ক্ষেত্রেই সম্ভব না তাই দর্শক যাতে ঘরে বসে সিনেমা উপভোগ করতে পারে সেজন্য অনলাইনে এটি অ্যাভেইলেবল্ করা হয়েছে। গত ঈদে ‘ রাধে’ মুভির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মহানারীর কারনে তা স্থগিত হয়। সালমান খানের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৯ এ, দাবাং ৩।
মিডিয়ার সাথে ভার্চুয়াল এক আলাপচারিতায় সালমান খান শেয়ার করেছেন যে ছবিতে তিনটি ভিলেন রয়েছে। তিনি বলেছেন, “আমাদের সিনেমায় তিন ভিলেন, সাং হে যিনি ভুটান থেকে এসেছেন, গৌতম গুলতি যিনি বিগ বসে ছিলেন এবং রয়েছেন রণদীপ হুদা। তারা ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন এবং ভিন্ন কিছু দেখিয়েছেন। তারা আসলে ‘রাধেকে ‘ অনেক বেশি শক্তিশালী এবং আরও বড় করে তুলেছেন। ভিলেইনরা ছিলেন খুবই মারাত্মক। এই ছেলেরা কতটা কঠোর পরিশ্রম করেছে তা আপনি সিনেমাটি দেখলেই বলে দিতে পারবেন”।
দাবাং তারকা আরো বলেন, “রাধে একটি নতুন ছবি যা আমার আগের কোন ছবিতে আপনারা পাবে না, সকল সিনেমা থেকে আলাদা। ” ‘রাধে ‘ সিনেমা নিয়ে মানবিক উদ্যোগও নিয়েছেন ভাইজান ৷ রাধে ছবি যা আয় করবে তার একাংশ যাবে করোনার ত্রাণে। উল্লেখ্য যে, বর্তমানে ভারতবর্ষে করোনার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
‘রাধে’ সালমান খান ও প্রভু দেবা দুইজনের কোলাবরেশনের তিন নম্বর কাজ। এর আগে তারা একসাথে কাজ করেছিলেন দাবাং ৩ এবং ২০০৯ সালে ব্লক বাস্টার হিট সিনেমা ‘ওয়ান্টেড ‘ এ। দর্শকরা এবার ভাইজানের ঈদ উপহার কেমন গ্রহন করলো এখন শুধু সেটাই জানার পালা।