কোনো কোনো দেশে ভ্যাকসিন নিতে মানুষের অতি উৎসাহ দেখা যায়, এমনকি ভ্যাকসিনের ঘাটতিও দেখা যাচ্ছে। কিন্তু এমনও অনেক জায়গা আছে যেখানে কোভিড ভ্যাকসিন নিতে মানুষের অতি অনাগ্রহ। এরকমই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে। সেখানে খুব কম জনই এপর্যন্ত কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছে।
তাই মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ওহাইও অঙ্গরাজ্যের সরকার বের করেছে এক অভিনব পন্থা। তারা পাঁচ সপ্তাহের জন্য একটি লটারির আয়োজন করেছে যেখানে প্রত্যেক বিজয়ী ১০ লক্ষ ডলার করে পুরস্কার পাবেন। তবে ভ্যাকসিন নিয়েছেন এমন প্রাপ্ত বয়স্করাই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। এজন্য মানুষ যাতে দ্রুত ভ্যাকসিন নেয় এই লটারিতে অংশগ্রহণের জন্য আর এটাই মূল উদ্দেশ্য এই আয়োজনের।
ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট এর মাধ্যমে আরো জানিয়েছেন যে “কেন্দ্র সরকার করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যে অর্থ বরাদ্দ করেছে তার থেকে এই অর্থ ব্যয় করা হবে। পাঁচটি লটারির প্রথমটির বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৬শে মে।”