সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে যে,  মঙ্গলবার সৌদি আরবের আকাশে  কোথাও শাওয়াল মাসের চাঁদ পাওয়া যায়নি।  মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে  এ কথা। 

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশগুলোতে  বুধবার ( ১২ এপ্রিল)  ৩০ রমজান পূর্ণ হবে। সে কারণে বুধবার রমজান মাসের শেষ দিন। ফলে  বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। কাতারেও বৃহস্পতিবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে। 

গত বছরের মত এবারেও করোনা মহামারীতে ঈদ  হচ্ছে  বলে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই তা পালন করতে হবে। এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা  এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য  ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

Leave a Comment