মস্তিষ্কের নিউরনে কিছু প্রশ্ন
বাবলা কাঁটার মতোই বিঁধে আছে।
শুধু বিঁধেই ক্ষান্ত হয়নি।
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
ছড়িয়ে দিয়েছে তার বিষ।
বিষের যাতনায় রক্তের
টকটকে লাল রং ক্রমশ
বর্ণ পরিবর্তন করেছে।
একসময় লালের অস্তিত্ব
বিলিন করে দিয়ে
রক্তে রাজত্ব করছে কালো রং।
বিদঘুটে সেই বর্ণ নিয়ে
একটা জীবন কি বাঁচতে পারে?
না, কখনই পারে না।
ফুসফুস চুপসে যায়,
হৃৎপিণ্ড তার কাজে ইস্তফা দেয়।
বিরামহীন রক্ত সঞ্চালন করে
বুকের পিঞ্জরে থুকপুক শব্দে
জানান দিত, সে নিরলস কর্মী।
লাল রক্তের সাথে এতদিনের প্রণয়ে
সে এতটাই মোহগ্রস্ত ছিল যে,
আকস্মিকভাবে কালো রং এর উপস্থিতি
সে সহ্য করতে পারেনি।
তার অন্তরে বিষাদের ছায়া লেপে দিয়েছিল
সেই অন্ধকার রং।
সহস্র চেষ্টাও সে এই ছায়া সরাতে পারেনি।
ফিরে এসেছে শূন্য হাতে।
কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া।