কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ইভটিজিংয়ের মামলায় উপজেলা নির্বাহী অফিসার এডাব্লু এম রায়হান একজনকে ২০ দিনের কারাদন্ড দিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার খারখারিয়া চববন্দ এলাকায় এ ঘটনা ঘটে
খোঁজ নিয়ে জানা গেছে যে, সরকারী বাড়ীতে কাজ করতে গিয়েছিলেন এরশাদুল ইসলাম (৪২)। মেয়েটি কর্মক্ষেত্রে বাড়ি ফাঁকা থাকাকালীন অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার পরে এই ঘটনাটি তার নানীকে জানায়। এরপর মা, কন্যা ও দাদি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ২৪ ঘন্টা অভিযুক্তকে সন্ধান করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।