আমাদের অনেকের খুব বড় একটি সমস্যা হলো সব বিষয় ধরে নিয়ে বসে থাকা।কেউ কোনো একদিন আপত্তিজনক কিছু বললে বারবার সেটা মনে করে মনখারাপ করে ফেলা আমাদের অনেকেরই অভ্যাস।এতে করে আমাদের কষ্ট বাড়ে বৈ কমে না।
চলার পথে এমন অনেক কিছুর সম্মুখীন আমাদের হতে হয় সেগুলা খুবই অনাকাঙ্ক্ষিত।আমাদের কমফোর্ট জোনের বাইরে।আমাদের মনকে তা খারাপ করে দেয়।এটা স্বাভাবিক বিষয়।হতেই পারে।কিন্তু সেই খারাপ স্মৃতিগুলো আজীবন বয়ে নিয়ে বেড়ানোর মত খারাপ অভ্যাস দ্বিতীয়টি নেই।কারণ সেই স্মৃতিগুলো বারবার মনে করার ফলে বারবার আমাদের মন খারাপ হয়।আমরা তখন বর্তমান সুখ উপভোগ করতে পারিনা।তাই আমাদেরকে সুখ উপভোগ করতে হলে শোক উপেক্ষা করা শিখতে হবে।আমাদের জীবনে যত দুঃখ কষ্ট রয়েছে সেই সবকিছুকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।কোনোকিছুই তো চিরস্থায়ী নয়।যে সুখ আজকে পেয়েছি সে সুখ তো কালকে নাও থাকতে পারে।তাই আজকের সুখ আজকেই উপভোগ করা উচিত।গতকালকের দুঃখে জর্জরিত থেকে আজকের আনন্দকে অবহেলা করা চরম বোকামীর কাজ।
আমাদের জীবন খুবই ছোট।আমরা কখন পৃথিবীর মায়া ত্যাগ করব জানিনা।তাই যতদিন সুন্দর পৃথিবীকে উপভোগ করার সুযোগ আছে ততদিন সেই সুযোগ কাজে লাগাতে হবে।প্রতিটি ছোট ছোট আনন্দকে উপভোগ করতে হবে।তাহলেই আমরা হাসিখুশি থাকতে পারব।জীবন হবে সুন্দর।
©দীপা সিকদার জ্যোতি