আমরা এতদিন জেনে এসেছি উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরী করে।কিন্তু পৃথিবীতে এমনও কিছু উদ্ভিদ আছে যারা হলো মাংসাশী।অর্থাৎ, তারা প্রাণীকে তাদের খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে।শুনতে অবাক লাগলেও এটিই সত্যি।বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক উদ্ভিদ ছড়িয়ে আছে।আজ আমরা তাদের মধ্যে অন্যতম একটি উদ্ভিদ-কলসী উদ্ভিদ নিয়ে জানব।
কলসি উদ্ভিদের পাতার আকৃতি অনেকটা কলসের মত।তাই এর নাম কলসী উদ্ভিদ।বর্তমানে পৃথিবীতে ৮০ হাজারেরও বেশি রয়েছে এই উদ্ভিদ।গ্রীষ্মমন্ডলীয় দেশে এদের বেশি দেখা যায়;যেমন- ভারত, শ্রীলংকা ইত্যাদি।পাতা দিয়েই মূলত তারা প্রাণী শিকার করে।ছোট উদ্ভিদগুলো পিঁপড়া,মাছি, পোকামাকড় এইসব শিকার করে।আর বড় উদ্ভিদগুলো ছোট আকারের ইঁদুর, ব্যাঙ, সাপ শিকার করে।মূলত এই উদ্ভিদের পাতায় একধরনের মধু উৎপন্ন হয়।আর এই মধুর লোভেই বিভিন্ন প্রাণী উদ্ভিদটির নিকটে যায়।তখনই তাদের শিকার করে ফেলে এই উদ্ভিদ।অর্থাৎ, প্রাণীগুলো একবার মধুর লোভে কলসীর ভেতর ঢোকার পরপরই এর ঢাকনা বন্ধ হয়ে যায়।শিকার করার পর উদ্ভিদটির তলদেশ থেকে পরিপাকে সাহায্যকারী এনজাইমগুলো বেরিয়ে আসে।তারপর তা প্রাণীদের পরিপাক করার মত অংশগুলোকে পরিপাক করে ফেলে।আর যে অংশগুলো পরিপাক করতে পারেনা,তথা শক্ত অংশগুলো কলসীর তলদেশে জমা থাকে।
বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী।এর কোণে কোণে লুকিয়ে আছে অনেক আজব ঘটনা যার অনেককিছুই আমরা জানিনা।অথচ জানার পর বোঝা যায় কি অদ্ভুত গ্রহেই না আমরা আছি!
©দীপা সিকদার জ্যোতি