ফুটে আছো তুমি ঐ
গোলাপ গাছের শীর্ষে,
আমাকে দেখে মুচকি হেসেছো
শিশিরসিক্ত ঠোঁটে।
থমকে গিয়েছি আমি,
আড়ষ্ট হয়েছে আমার পথ
মনকাড়া ঐ হাসির অস্ত্রে
করেছিলে আমাকে বধ।
বাতাসের সাথে মিলিয়ে সুর
গেয়েছিলে গান
মনে হলো যেন করছি আমি
অমৃতসুধা পান।
তোমার ইশারায় পথভ্রষ্ট হয়ে
গোলাপ কাঁটার সিঁড়ি দিয়ে
উঠছি আমি ক্রমান্বয়ে
একেক সিঁড়ি বেয়ে।
কাঁটার আঘাতে জর্জরিত আমি
রঞ্জিত হয়েছি রক্তে
থেমে নেই তবু অবিরত চলছি
উদ্দেশ্য তোমার লক্ষ্যে।
মধ্যিপথে চমকে দেখি
বিবর্ণ তোমার মুখ
কই গেল সেই তরতাজা ভাব?
কই গেল সেই সুখ?
তবু আমি নেইতো থেমে
অনেক কথা আছে জমে
বলতে তোমার কানেকানে
ছুটছি আমি প্রাণপণে।
হঠাৎ এক দমকা হাওয়ায়
ঝরে গেলে তুমি,
পড়লে গিয়ে ধূলোমাখা মৃত্তিকায়।
অব্যক্ত কথার পঙক্তিরা আজ
ভীষণ অসহায়
তৃষ্ণার্ত আমি তোমাকে ছোঁয়ার
তীব্র আকাঙ্ক্ষায়।
রাত জেগে বসে থাকি তোমার অপেক্ষায়।
কলমে:মেহেজাবীন শারমিন প্রিয়া